মঙ্গলবার, ৭ জুলাই ২০১৫
প্রথম পাতা » চরফ্যাশন | শিরোনাম | সর্বশেষ » ঈদকে সামনে রেখে চরফ্যাশনে জাল টাকার বিশেষ আয়োজন
ঈদকে সামনে রেখে চরফ্যাশনে জাল টাকার বিশেষ আয়োজন
চরফ্যাশন সংবাদদাতা :: চরফ্যাশনে ঈদকে সামনে রেখে সর্বত্রই এখন জাল টাকার বিশেষ আয়োজন । নতুন নোট কে টাগেট করেই জাল টাকা তৈরীর কারিগররা জাল টাকা তৈরী করে ছড়িয়ে দেয়ায় অহরহ জাল টাকা পাওয়া যাচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত করে বিভিন্ন সময় বাংলাদেশ ব্যাংক এসব নতুন নোট বাজারে ছেরেছে। জানা যায় এই জাল টাকার বৈশিষ্ট্য সর্ম্পকে জনসাধারনের ধারনা না থাকায় জাল টাকা তৈরীর কারিগররা আরো বেপোরোয়া হয়ে উঠছে।খোঁজ নিয়ে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে নতুন নোট বাজারে আসার আগেই তা জাল করে বাজারে ছেড়ে দেয়া হচ্ছে ।দেশে জাল নোট তৈরীর কারিগররা ইতিপূবে বড় বড় নোট জাল করলে ও তারা এখন ছোট গুলো জাল করছে ছোট নোটে জনগন সতর্ক কম থাকায় এই পথ অবলম্বন করছেন প্রতারক চক্র। ।চরফ্যাশন বাজারের অগ্রণী ব্যাংকের এক কর্মকতা জানান, কেন্দ্রীয় ব্যাংকে নতুন নোটের ডিজাইন বাজারে ছাড়ার আগেই জালিয়াতি চক্রের কাছে সে ডিজাইন চলে যায়। ফলে তারা খুব সহজেই নতুন নোট গুলো জাল করে চলছে। বর্তমানে চরফ্যাশন বাজার সহ সকল বাজার গুলোতে অহরহ জাল টাকা পাওয়া যাচ্ছে। একশ, পাঁচশত টাকার জাল নোটের পাশাপাশি বিশ থেকে পঞ্চশ টাকার নোট ও জাল পাওয়া যাচ্ছে। বিশেষ করে কেন্দীয় ব্যাংক থেকে সম্প্রতি ছাড় করা নতুন নোট গুলোর কাগজের মান খারাফ হওয়ায় আসল ও নকলে মধ্যে পার্থক্য খুবই সামান্য। এতে গ্রহিতা ও প্রাপক উভয়কেই দ্বিধা-দ্বন্ধে পড়তে হচ্ছে। নতুন নোট গুলো এমন ভাবে তৈরী করা যাতে সহজেই জালিয়াত চক্র এই নোট গুলো জাল করছে । চরফ্যাশন বাজার সহ বিভিন্ন বাজারে অবস্থিত অগ্রনী,কৃষি, জনতা, সোনালী, ন্যাশনাল ব্যাংক লিঃ গুলোতে খোঁজ নিয়ে জানা গেছে ব্যাপক জাল টাকা পাওয়া যাচ্ছে। চরফ্যাশন উপজেলার চরফ্যাশন বাজার ,দুলারহাট, শশীভূষণ, দক্ষিণ আইচা, চেয়ারম্যান বাজার, আঞ্জুর হাট,ভূঁইয়ার হাট,জনতা বাজার, ঘোষের হাট, হাজীর হাট,ও কচ্চপিয়া বাজারের একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, আসল ও নকল নোট এখন চেনা বড় দায়। প্রতিদিন তাদের বেচাকেনায় অনেক জাল নোট পাওয়া যাচ্ছে। আবার দোকানের কেনাকাটার ভিড়ে ক্রেতারা জাল নোট দিয়ে চলে যায়। কেনাকাটান ভিড়ে এ সময় আসল না জাল নোট দেখার সুযোগ থাকেনা।