মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশের সম্ভাবনার অপমৃত্যু ঘটল-ওয়ার্কার্স পার্টি।। লালমোহন বিডিনিউজ
শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশের সম্ভাবনার অপমৃত্যু ঘটল-ওয়ার্কার্স পার্টি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গত ২৮ বছরের বন্ধ্যাত্বতা কাটিয়ে শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তার অপমৃত্যু ঘটল বলে অভিযোগ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার ১২ মার্চ পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।
ডাকসু নির্বাচনকে চরম দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দূরদর্শিতা ও আন্তরিকতার অভাবেই ছাত্র সমাজের একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশাকে মাটিতে লুটিয়ে দেয়া হয়েছে। গত ২৮ বছরের বন্ধ্যাত্বতা কাটিয়ে শিক্ষাঙ্গনে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার সম্ভাবনা সৃষ্টি হয়েছিল তার অপমৃত্যু ঘটল। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাভাবিকভাবেই এ নির্বাচনের ফলাফলকে বিশ্বাসযোগ্য ও গ্রহণযোগ্য বলে মনে করছে না।
এই অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই দায়িত্ব নিয়ে এ ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।