মঙ্গলবার, ১২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
বাহুবল উপজেলা নির্বাহী অফিসারের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চট্টগ্রাম প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবল উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ক্ষমতার অপব্যবহার করে অবৈধ ভাবে উপজেলা প্রকৌশলী কে গ্রেফতারের প্রতিবাদও ইউএনও’র বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম জেলা এলজিইডি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
মঙ্গলবার ১২ মার্চ সকাল ৯ টায় চট্টগ্রামের এলজিইডি ভবন এর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুশংকর চন্দ্র আচার্য্য, নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, উপ-পরিচালক ইকরামুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী মোঃ মোবারক হোসেন সহ এলজিইডির বিভিন্ন উপজেলা প্রকৌশলীর উপজেলা সহকারী প্রকৌশলী উপ-সহকারী প্রকৌশলী সহ সকল স্তরের কর্মচারী ও কর্মকর্তা বৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা নির্বাহী অফিসার জসিম উদ্দিন কর্তৃক ক্ষমতার অপব্যবহার পূর্বক একই উপজেলার প্রকৌশলী কে গ্রেফতারের আদেশ দেওয়া এবং হাতকড়া পড়ানো কোন ক্রমেই মেনে নেয়া যায় না। তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়তে উন্নত কর্মপরিবেশ এর পরিপন্থী উপজেলা নির্বাহি অফিসার বিভিন্ন সময়ে অনৈতিক কিছু কাজ করার জন্য বললে উপজেলা প্রকৌশলী ওই কাজ করেননি বলে ইউএনও তার উপর ক্ষিপ্ত হয়। বক্তারা আরো বলেন, ইউএনও জসিম উদ্দিন যোগদান করার পর থেকে পরিত্যক্ত ঘোষিত সরকারি বাসায় বসবাস করে আসছিলেন। পরিত্যক্ত ঘোষিত বাসা বিধায় সরকার নির্ধারিত ভাড়া প্রদান করেন না কিন্তু নিয়মিত উপজেলা পরিষদের মাধ্যমে প্রচুর রক্ষণাবেক্ষণ কাজ করিয়েছেন। এতে উপজেলা প্রকৌশলী দ্বিমত পোষণ করেন। সম্প্রতি একটি ইউনিয়নের ভূমি কর তহবিলের ২ লক্ষ টাকা প্রদানের জন্য চাপ সৃষ্টি করলে উপজেলা প্রকৌশলী অস্বীকৃতি জানান। এই ঘটনার জের ধরে উপজেলা নির্বাহি অফিসার নির্বাহী ক্ষমতা বলে প্রকৌশলীকে গ্রেফতারের আদেশ দেন এবং গ্রেপ্তারপূর্বক হাতকড়া পরা অবস্থায় তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তার অফিস কক্ষে তার সামনে দাঁড় করিয়ে রাখে।
বিষয়টি জানাজানি হলে ইউএনও জসিম উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে জেলা প্রশাসক বরাবর একটি বিবৃতি প্রদান করেন। বক্তারা অবিলম্বে ইউএনও জসিম উদ্দিনকে প্রত্যাহারসহ বিচার বিভাগীয় তদন্ত পূর্বক আইনানুগ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান।