সোমবার, ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড: ক্ষয়গ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সাংসদ শাওনের সমবেদনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে ভয়াবহ অগ্নিকান্ড: ক্ষয়গ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সাংসদ শাওনের সমবেদনা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার গজারিয়া পশ্চিম বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৯ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার ১০ মার্চ রাত সাড়ে ১১ টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় এক ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা করছেন ফায়ার সার্ভিস ও স্থানীয়রা।
অগ্নিকান্ডে প্রায় ৩৫লক্ষাধিক টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।
এদিকে ক্ষতির পরিমান প্রায় ১১লক্ষ টাকার মত হতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে, মামুন ইলেকট্রনিক্স, নোমান ইলিকট্রনিক্স, আল ইসলাম ফার্মেসি, রাশেদ ইলেকট্রনিক্স, মোহাম্মদ উল্লাহ’র মুদি ও মুরগীর দোকান, হাফেজ মাতাব্বরের ঘর, মোহাম্মদ উল্যাহ’র মার্কেট, আলী মাতাব্বরের মার্কেট, ওয়াব আলীর সিকদার ওয়ার্কসপ।
ফায়ার সার্ভিসের লালমোহন স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আগামী ৩১মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক প্রার্থী অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, লালমোহন থানার ওসি মীর খায়রুল কবীর, বর্তমান ভাইস চেয়ারম্যান ও আগামী ৩১মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদেফখরুল আলম হাওলাদার প্রমুখ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের জন্য ১ মন করে চাল ও ২ বান্ডিল টিনের ব্যবস্থা করা হয়েছে।