সোমবার, ১১ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার গণসংযোগ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল আহমেদ মিয়ার গণসংযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা মরহুম বশির আহমেদ মিয়ার ছোট ছেলে মোঃ রাসেল আহমেদ মিয়া রবিবার দিনভর গণসংযোগ করেছেন স্থানীয় বড় মানিকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।
এবারের নির্বাচনে তিনি উড়ো জাহাজ প্রতিক নিয়ে লড়ছেন। দিনের শুরুতে রাণীগঞ্জ বাজার থেকে শুরুকরে বিভিন্ন ওয়ার্ডের বাজার সমূহে গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, বিগত বছর গুলোতে আমি যখন উপজেলা ভাইস চেয়ারম্যান ছিলাম তখন উপজেলার মানুষের সর্বোচ্চ খেদমত করার চেষ্টা করেছি। স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল‘র সহযোগীতায় আমি এলাকার সুবিদা বি ত মানুষের পাশে দাড়িয়েছি। আমার বাবা মরহুম বশির আহমেদ মিয়া দীর্ঘ ৩৮ বছর বড়মানিকা ইউনিয়নের চেয়ারম্যান, বোরহানউদ্দিন পৌর সভার প্রথম মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এলাকার মানুষের পাশে ছিলেন। আমার বড় ভাই মোঃ জসিম উদ্দিন হায়দার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান, বর্তমানে বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান। আমাদের পরিবারের সবাই এই উপজেলার মানুষের সেবা করার জন্য সব সময় চেষ্টা করে যাচ্ছি। আপনাদের সন্তান হিসাবে আগামী ২৪ মার্চের নির্বাচনে উড়ো জাহাজ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার সন্তান হিসাবে আমাকে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অনিল কুমার দাস, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ অজিউল্যাহ বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ কামাল কাজী, সমাজ কল্যান সম্পাদক শাহাজদা কাজী, বড় মানিকা ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহাজল হক মাস্টার, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ আলাউদ্দিন ডিলার, মোঃ ফারুক মাস্টার ও আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ গণমান্য ব্যাক্তিবর্গ।