সোমবার, ৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ঢাকার কেরানিগঞ্জের খাজা মার্কেটের চুরির ঘটনায় জড়িত ৪ আসামিকে ভোলা থেকে গ্রেফতার
ঢাকার কেরানিগঞ্জের খাজা মার্কেটের চুরির ঘটনায় জড়িত ৪ আসামিকে ভোলা থেকে গ্রেফতার
ভোলা সংবাদদাতা :: ঢাকায় দক্ষিন ৭টি দোকানের চুরির ঘটনায় মার্কেটের ৪ নাইট গার্ডকে ভোলার ভেলুমিয়া চটকিমার থেকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ৪ লক্ষ ২৭ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন জব্দ করে। আটককৃতরা হলেন- নাইট গার্ড ফখরুদ্দিন, তার ছেলে ইকবাল, আলাউদ্দিন, ইসমাইল। তাদের গ্রামের বাড়ী চরফ্যাশনের নুরাবাদ ইউনিয়নে। তারা ঢাকার মার্কেটের ঐ দোকান থেকে প্রায় ৪৭ লক্ষ টাকা নগদ ও মূল্যবান মালামাল চুরি করে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে ঐ মার্কেটে নাইট গার্ড হিসেবে চাকুরীরত ছিল। ৫ জুন বিকেলে আটক ৪ জনকেই ভোলা পুলিশ সুপার এর কার্যালয়ে নিয়ে আসা হয়।
ভোলা পুলিশ সুপার মোহা: মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, দক্ষিন কেরানিগঞ্জের একটি মার্কেটে আসামিরা দীর্ঘদিন ধরে নাইট গার্ড হিসাবে চাকুরী করতো। দীর্ঘদিন ঐ মার্কেটে চাকুরী করার সুবাদে মার্কেটের সবকিছুই তারা জানতো। গত ২৫ জুন গভীর রাতে মার্কেটের ৭টি দোকানের তালা ভেঙ্গে নগদ ৪৭ লক্ষ টাকার মতো চুরী করে। এবং কৌশলে ভোলার ভেলুমিয়া চটকিমার এলাকায় ছেলের শশুড় বাড়ীতে চলে আসে। সেখানে ইতিমধ্যে জমি কিনে স্থায়ী ভাবে থাকার পরিকল্পনা করে তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের ভেলুমিয়া ফারির আইসি মাহামুদ ও এএসআই ফোরকানসহ ঢাকার দক্ষিন কেরানিগঞ্জ উপ পুলিশ পরিদর্শক হানিফ সরকার যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে সন্ধ্যায় তাদেরকে কেরানিগঞ্জে দোকানে চুরির মামলায় তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।