রবিবার, ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
ভোলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু ফোরামের উদ্দ্যেগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা র্যালি ও চিত্রাঙ্কণ প্রতিযোগীতার আয়োজন করা হয়।
রবিবার (১০ মার্চ) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালিতে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের শিক্ষার্থী, উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবী সংগঠন অংশগ্রহণ করে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুল হক, উপজেলা সহকারি কমিশনার ভূমি আষিস কুমার, প্রেসক্লাব সভাপতি আবুল হাসেম মহাজন, উপজেলা জলবায়ু ফোরামের সভাপতি অসিম তালুকদার ও জেলা জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য এম. আবু সিদ্দিক।