রবিবার, ১০ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » নার্সিং শিক্ষাকে বাঁচানোর দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
নার্সিং শিক্ষাকে বাঁচানোর দাবিতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : জনগণের স্বাস্থ্যসেবা ধ্বংসের ষড়যন্ত্র রুখতে ও নার্সিং শিক্ষা ধ্বংসের হাত থেকে বাঁচাতে প্রধানমন্ত্রী
নার্সিং শিক্ষা কে বাচাতে ভোলায় শিক্ষার্থীদের মানববন্ধন
শেখ হাসিনার হস্তক্ষেপ কামনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে
ভোলা নার্সিং ইনস্টিটিউটের কয়েক শতাধিক শিক্ষার্থীরা।
রবিবার (১০ মার্চ) সকালে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার আয়োজনে সদর হাসপাতাল থেকে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুল নিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্টুডেন্টরা।
পরে ভোলা সদর হাসপাতালের সামনে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এই মাববন্ধন কর্মসূচী পালন করেন।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন ভোলা জেলা শাখার সভাপতি সোনিয়া সরকার, সাধারন সম্পাদক রেমিন আক্তার, মাহামুদা আক্তার, সনিয়া আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, তাঁরা উচ্চ মাধ্যমিক পাস করে তিন বছর মেয়াদি কোর্স করেন। আবার দুই বছর ইন্টার্ন করেন। আর কারিগরিরা ছয় মাসের কোর্সে নার্স হবে, এটা কি কোনো নিয়ম হলো ? এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন শিক্ষার্থীরা।