সোমবার, ৬ জুলাই ২০১৫
প্রথম পাতা » মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় হরিনের মাংসসহ এক যুবককে আটক করেছে বনবিভাগের কর্মকর্তারা
মনপুরায় হরিনের মাংসসহ এক যুবককে আটক করেছে বনবিভাগের কর্মকর্তারা
সীমান্ত হেলাল, মনপুরা :ভোলার মনপুরায় হরিনের মাংসসহ মোঃ রাকিব (১৮) নামের এক যুবককে আটক করেছে । ০৫ জুলাই রাত ১১ টায় উপজেলার সিরাজগঞ্জ বাজারের পূর্ব পাশ থেকে তাকে আটক করা হয়। মনপুরা বনবিভাগের পঁচা কোড়ালিয়া বিট অফিসার ও বন রক্ষীরা এসময় তার কাছ থেকে দেড় কেজি হরিনের মাংস উদ্ধার করে । তাকে মনপুরা থানায় সোপর্দ করা হয়। পরে তাকে বন্য প্রানী (সংরক্ষন ও নিরাপত্তা) আইন-২০১২ এর আওতায় আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
পঁচা কেড়ালিয়া বিট অফিসার মোঃ আমিনুর রহমান জানান, গোপন সূত্রে আমরা খবর পাই যে হরিন শিকারী একটি চক্র হরিন শিকার করে আসছিল। দক্ষিন সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মোঃ রাকিব (১৮), পিতা-তাজুল নামের এই যুবক হরিনের মাংস নিয়ে বাড়ি আসছিল। আমরা তার বাড়ির পাশে ওঁৎ পেতে থাকি। সে মাংস নিয়ে বাড়ির কাছাকাছি আসলে ১ কেজি ৫শ গ্রাম মাংসসহ আমরা তাকে আটক করি। চর পিয়াল নামক জায়গা থেকে মাংস কিনে এনেছে বলে সে জানায়।