বুধবার, ৬ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » সরকারিকরণের দাবিতে স্বতন্ত্র ইবদেতায়ি মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
সরকারিকরণের দাবিতে স্বতন্ত্র ইবদেতায়ি মাদরাসা শিক্ষকদের মানববন্ধন
লালমোহন বিডিনিউজ : স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা-২০১৮ পুনঃসংস্কার করে সহজ শর্তে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব মাদরাসা সরকারিকরণের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষকরা।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির ব্যানারে ও কেন্দ্রীয় সভাপতি রুহুল আমিন চৌধুরী এবং মহাসচিব তাজুল ইসলাম ফরাজীর আহব্বানে বুধবার ৬মার্চ রাজধানীর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন তারা।
মানববন্ধন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন সমিতির কেন্দ্রীয় মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী। কর্মসূচির মধ্যে রয়েছে আগামী এপ্রিল মাসের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ১ ও ২ মে সারাদেশে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে।
এরপরও সরকার দাবি না মানলে আগামী ১৫ মে সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘটে যাবেন ইবতেদায়ির শিক্ষকরা।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রহুল আমীন চৌধুরী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংযুক্ত দাখিল,আলিম,ফাজিল ও কামিল বেতনভুক্ত ইবতেদায়ি মাদরাসা নীতমালা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার মতো এমন কঠিন করা হয়নি।স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা নীতিমালা,২০১৮ পুন:সংস্কার করে সহজ শর্তে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব মাদরাসা সরকারিকরণের দাবি জানান তিনি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক সাগর আহমেদ শাহীন, সমিতির সিনিয়র সভাপতি মাওলানা নজরুল ইসলাম হিরুন, সহ-সভাপতি এ এস এম ইউসুফ সিদ্দিকী, নুরুজ্জামান ,আসাদুল্লাহ, আব্দুর রহিম, গিয়াস উদ্দিন ,মাওলানা রুহুল আমীন, মাওলানা সুলতান আহমেদ, মাওলানা মোস্তাফিজুর রহমান, এমদাদুল হক বাদল, সাইফুল্লাহ হেলাল, আখতারুজ্জামান, রুহুল আমিন ,মাসুদুর রহমান রানা, আব্দুল্লাহ আল মামুন, সাইদুর রহমান, শামসুল ইসলাম, তাজুল ইসলাম, হাবিবুর রহমান, মনির উদ্দিন, আব্দুল আলী, আব্দুর রাজ্জাক, সাইদুর রহমান, সোহেল আক্তা,র সাইফুল্লাহ, আব্দুল আলীম, গিয়াস উদ্দিন, আব্দুর রাজ্জাক, নাজমুল হুদা, আব্দুল খালেক, আবুল হাসেম, গোলাম মোস্তফা, আলাউদ্দিন আলী প্রমুখ। এসময় সারাদেশের ৪০টি জেলার স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।