
মঙ্গলবার, ৫ মার্চ ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » ভারতের জিএসপি সুবিধা প্রত্যাহার করেছে ট্রাম্প।। লালমোহন বিডিনিউজ
ভারতের জিএসপি সুবিধা প্রত্যাহার করেছে ট্রাম্প।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ভারতের পণ্য রপ্তানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক জিএসপি সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে ট্রাম্প প্রশাসন। জিএসপির আওতায় ভারত দেশটিতে শুল্কমুক্ত পণ্য রপ্তানি করতে পারত।
মঙ্গলবার ৫ মার্চ বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।
বিবিসি জানায়, কংগ্রেসকে লেখা এক চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর এই সিদ্ধান্তের কথা জানান। চিঠিতে বলা হয়, ভারতের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের যৌক্তিক প্রবেশাধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে দিল্লি।
এরই পরিপ্রেক্ষিতে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভস (ইউএসটিআর) অফিসকে ভারতের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমাতে একের পর এক দেশের সঙ্গে নানা মাত্রার বাণিজ্যযুদ্ধের সূচনা করে চলেছেন ট্রাম্প।
পরবর্তী পদক্ষেপ হিসেবে মার্কিন কংগ্রেস এ বিষয়ে ভারতকে নোটিশ দেবে। তার দুই মাসের মধ্যে জিএসপি সুবিধা বাতিলের সিদ্ধান্ত কার্যকর হবে।
এনডিটিভির খবরে বলা হয়, বর্তমানে জিএসপি সুবিধার আওতায় বছরে ৫ দশমিক ৬ বিলিয়ন ডলারের পণ্য বিনাশুল্কে যুক্তরাষ্ট্রে রপ্তানি করছে ভারত। ভারতই যুক্তরাষ্ট্রের কাছ থেকে জিএসপির আওতায় সবচেয়ে বেশি সুবিধাভোগী দেশ। যদিও তারা বলছে, এতে করে দেশটির অর্থনীতিতে খুব সামান্যই প্রভাব পড়বে।
ভারতের উচ্চপদস্থ বাণিজ্য কর্মকর্তা অনুপ ওয়াধাওয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের বিপরীতে ভারত মার্কিন পণ্যের ক্ষেত্রে প্রতিশোধমূলক কোনো শুল্ক আরোপ করবে না।
২০১৭ সালে ট্রাম্প ক্ষমতায় আসার পর এই প্রথম ভারতকে এত বড় একটি ধাক্কা খেতে হলো।
ভারত ছাড়াও জিএসপি সুবিধার আওতায় থাকা দেশ তুরস্কের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র একই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে বিবিসি জানিয়েছে।