সোমবার, ৪ মার্চ ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৬জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ৪ মার্চ দুপুর সাড়ে ১২টায় সহকারী রিটানিং কর্মকর্তা সৈয়দ শফিকুল হকের কার্যালয়ে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল।
বিকাল সাড়ে ৩ টায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক দেওয়ান।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলহাজ্ব মহিউদ্দিন পোদ্দার, নাসির উদ্দিন দুলাল, মামুন আহমেদ, মাও: আব্দুল মতিন, জিয়াউর রহমান ও আরিফুর রহমান।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ফাতেমা বেগম সাজু, হাসনা বেগম ও কোহিনূর বেগম শিলা।
উল্লেখ, আগামী ৩১ মার্চ এ উপজেলায় চতুর্থধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। উপজেলায় মোট ভোটার ৮৫ হাজার ৮৮৪জন। উপজেলা নির্বাচন বিএনপি বর্জন করায় এ উপজেলায় বিএনপি’র কোন প্রার্থী নেই।