বিয়ে করেছে পৃথিবীর প্রথম রোবট!
লালমোহন বিডিনিউজ ,আন্তর্জাতিক ডেস্ক : আরও একটি অদ্ভুত বিয়ে প্রত্যক্ষ করলো পৃথিবী। বর ও বনে দু’জনই রোবট। লাল জামার সঙ্গে রঙ মিলিয়ে বো-টাই বাঁধা বরের। তার পাশে দাঁড়িয়ে ঐতিহ্যবাহী সাদা গাউনে সেজে লাজুক হাসছে কনে। বিয়ের আসরে নিমন্ত্রিত অতিথিদের সামনেই ‘ওয়েডিং কেক’ কাটলেন, চুমু খেলেন নবদম্পতি। ঠিক মানুষের মতোই বিয়ে সেরে ফেললেন পৃথিবীর প্রথম রোবট দম্পতি।
জাপানের টোকিওতে গত ২৭ জুন এই অভিনব বিয়ের সাক্ষী থাকলেন শ’খানেক অতিথি। সকলে শুভেচ্ছা জানালেন তাঁদের।
বরের নাম ফরিস। মায়ওয়া ডেনকি সংস্থা তৈরি করেছে এই রোবটটি। আর কনের নাম হিউম্যানড্রয়িড ইউকিরিন। তার জন্মদাতা টাকাইউকি টোডো। এই অ্যান্ড্রয়েড যন্ত্রমানবীকে তৈরি করা হয়েছে জাপানি পপ তারকা ইউকি কাসিওয়াগির আদলে।
পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিল পেপার নামের একটি রোবট। এমনকি ফরিস এবং ইউকিরিনের বিয়েতে নাচ-গানের জমাটি পারফরম্যান্স দিয়েছে একটি রোবট ব্যান্ড।
অতিথিদের দলে মানুষদের সঙ্গে যন্ত্রমানবদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। সব মিলিয়ে মানুষ এবং যন্ত্রমানুষ যৌথ ভাবে উপভোগ করল পৃথিবীর প্রথম রোবট-বিয়ে।