
শনিবার, ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | দৌলতখান | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মনপুরা | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলায় পুরোনো মাঝিদের হাতে নৌকার হাল।। লালমোহন বিডিনিউজ
ভোলায় পুরোনো মাঝিদের হাতে নৌকার হাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বীপজেলা ভোলায় বর্তমান চেয়ারম্যানদের উপরই নৌকার হাল। ভোলার ৬টি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ। আগামী ৩১ মার্চ এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী ভোলার ৬টি উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা হলেন, ভোলা সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেনদ, দৌলতখান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মনজুর আলম খান, তজুমদ্দিন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদন, চরফ্যাশন উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন ও মনপুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিনা আকতার।
উল্লেখ, নির্বাচন কমিশন ঘোষিত চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১মার্চ। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।