শনিবার, ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » যুদ্ধাস্ত্রের কারখানা নয় সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান-ডা. কনক কান্তি বড়ুয়া।। লালমোহন বিডিনিউজ
যুদ্ধাস্ত্রের কারখানা নয় সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান-ডা. কনক কান্তি বড়ুয়া।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : যুদ্ধাস্ত্রের কারখানা বা তেলের খনি নয়, সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। এই জ্ঞান অর্জনের দিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।
তিনি বলেন, অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে বিএসএমএমইউকে চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা ও গবেষণায় বিশ্বমানে নিয়ে যেতে হবে। দেশের সকল মেডিকেল ও হাসপাতালে আসা রোগীদের দরদী মন নিয়ে যথাযথ চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে তাদের মুখে হাসি ফোটাতে হবে।
শনিবার ২মার্চ বিএসএমএমইউ এ-ব্লকের অডিটোরিয়ামে মেডিকেল শিক্ষায় উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে মার্চ’২০১৯ সেশনে ভর্তিকৃত রেসিডেন্সি শিক্ষার্থীদের বরণ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
দেশের ২৮টি মেডিকেল শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অনুষদের ৫৭টি বিভাগের ১৩ জন বিদেশি শিক্ষার্থীসহ এক হাজার ৯৪ জন শিক্ষার্থী, ডিন, কোর্স পরিচালক, বিএসএমএমইউ অধিভুক্ত কলেজের প্রধানগণ এবং এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এতে ডিনবৃন্দ নিজ নিজ অনুষদের ছাত্রছাত্রীদের পরিচয় করিয়ে দেন। দেশের শিক্ষার্থীদের মধ্যে রয়েছে সার্জারি অনুষদের ৪৪২ জন, বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ১১৮ জন, মেডিসিন অনুষদের ৩৬৩ জন, ডেন্টাল অনুষদের ৪৬ জন এবং শিশু অনুষদের ১১২ জন। তারা সবাই এমবিবিএস, বিডিএস ডিগ্রি অর্জনকারী চিকিৎসক।