শনিবার, ২ মার্চ ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » স্বাধীনতা পরিষদের ওপর হামলা: প্রতিবাদে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
স্বাধীনতা পরিষদের ওপর হামলা: প্রতিবাদে মানববন্ধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বিজিএমইএর নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর মনোনয়নের রশিদ ছিনতাই ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বাধীনতা পরিষদ।
শনিবার ২মার্চ রাজধানীর কারওয়ান বাজারে স্বাধীনতা পরিষদের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তব্য দেন পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।
জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারকদের সমিতি-বিজিএমইএর নির্বাচন উপলক্ষে শনিবার মনোনয়ন দাখিলের শেষ দিন।
আজ শনিবার স্বাধীনতা পরিষদের পক্ষ থেকে বিজিএমইতে মনোনয়নপত্র দাখিলের জন্য গিয়েছিলাম। আমরা সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন দাখিল করি এবং নির্বাচন কমিশনার সেই মনোনয়নপত্র গ্রহণ করেন। এরপর নির্বাচন কমিশন রশিদ দেয়। সেই রশিদ কিছু দুষ্কৃতিকারী কেড়ে নিয়ে গেছে।
জাহাঙ্গীর আলম বলেন, এর পর আমরা নির্বাচন কমিশনকে এ বিষয়টি জানাই। নির্বাচন কমিশন আমাদের মনোনয়ন গ্রহণ করেছে বলে আমাদের জানিয়েছে।
তবে আমরা আশা করি শনিবার বিকেল ৫টায় যখন চূড়ান্ত প্রার্থীর নাম ও বৈধ প্রার্থীর নাম ঘোষণা হবে তা আমরা জানতে পারব। এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
আগামী ৬ এপ্রিল বিজিএমইএর ৩৫টি পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৬ মার্চ।