
রবিবার, ৫ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে দুই ছিনতাই কারীকে আটক করেছে পুলিশ
লালমোহনে দুই ছিনতাই কারীকে আটক করেছে পুলিশ
লালমোহন বিডিনিউজ ডেস্ক: লালমোহনে ছিনতাই করার সময় দুই যুবককে আটক করেছে পুলিশ । বোববার দুপুর ১২ টার দিকে উপজেলার চরভূতা ইউনিয়নের শাজিচৌমুনী এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মামুন (২৭) সুমন ( ৩০)। তাদের বাড়ি পৌরশহরের ওয়াষ্টেন পাড়া।
পুলিশ সূত্রে জানা যায়, শাজিচৌমুনী এলাকার এক প্রবাসীর স্ত্রী লালমোহন ইসলামি ব্যাংক থেকে ১ লক্ষ টাকা উত্তোলন করে বাড়ি যাওয়ার পথে এই দুই ছিনতাইকারী পিছু নেয়। বাড়ির কাছে পৌছলে মামুন ও সুমন তাকে চুড়ি ঠেকিয়ে ১ লক্ষ টাকা ছিনতাই করে মোটরসাইকেল যোগে চলে যাওয়ার চেষ্টা করে গাড়ীর পেট্রল ফুরিয়ে যাওয়ার ব্যার্থ হয় । এসময় স্থানীয়রা তাদেরকে আটক করে গণধুলাই দেয় খবর পেয়ে লালমোহন থানা পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে ।এঘটনায় লালমোহন থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।