রবিবার, ৫ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত
লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত
লালমোহন বিডি নিউজ ডেস্ক :লালমোহনে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৫ জনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। রোববার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লেজ ছকিনা গ্রামের খাঁ বাড়িতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, আসাদুজ্জামন খাঁ (৩৫), আব্দুর রশিদ খাঁ (৫৬), ফরহাদ খাঁ (৩০), সেরাজল (৩৭) ও বিবি ফাতেমা (২৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে লালমোহন সদও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, সকাল ৭টার দিকে আসাদুজ্জামন খাঁ টিলার নিয়ে একই এলাকার নুরুল ইসলামের জামি ষাচ করতে যায়। কোন কিছু বুঝে উঠার আগে মহিউদ্দিনের নেতৃত্বে কয়ছার, বশির, রিয়াজ সহ কয়েকজন মিলে এলোপাথাড়িভাবে হামলা চালায়। এঘটনায় লালমোহন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।