সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » বিমান ‘ছিনতাইকারী’ নিহত পলাশ তালিকাভুক্ত আসামি : র্যাব
বিমান ‘ছিনতাইকারী’ নিহত পলাশ তালিকাভুক্ত আসামি : র্যাব
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বিমান ছিনতাই-চেষ্টায় নিহত অভিযুক্ত একজন তালিকাভুক্ত আসামি বলে র্যাব।
সোমবার ২৫ ফেব্রুয়ারি র্যাব এ তথ্য জানায়।
অপরাধীদের ডাটাবেজ বিশ্লেষণ করে নিহত ছিনতাইকারীর আঙুলের ছাপের সঙ্গে তার মিল পাওয়া গেছে বলেও দাবি করেছে এই এলিট ফোর্স। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য জানিয়েছে।
র্যাবের ডাটাবেজ অনুসারে, নিহত ওই যুবকের নাম মো. পলাশ আহমেদ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দুধঘাটা এলাকার বাসিন্দা।
বিমানের যাত্রীদের তালিকানুসারে, তিনি ঢাকা-চট্টগ্রাম অভ্যন্তরীণ রুটের যাত্রী ছিলেন। সেখানে তাঁর নাম লেখা হয়েছে আহমেদ/পলাশ এবং আসন নং ১৭/এ।