শনিবার, ৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে শাওন ঐক্য পরিষদের সভাপতি সহ ৪ জনের বিরুদ্বে মিথ্যা মামলা দায়ের
লালমোহনে শাওন ঐক্য পরিষদের সভাপতি সহ ৪ জনের বিরুদ্বে মিথ্যা মামলা দায়ের
লালমোহন বিডিনিউজ ডেস্ক :লালমোহন শাওন ঐক্য পরিষদের সভাপতি ও বর্তমান উপজেলা সেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক নুরনবী দালালের বিরুদ্বে মিথ্যা মামলা দায়ের করা হয়েছ্।েগত ৩রা জুলাই শুক্রবার লালমোহন থানায় ওয়েষ্ট্রান পাড়ার মৃতঃ হাজী শামছল হকের স্ত্রী সাহিদা এই নেতা সহ ৪ জনের বিরুদ্বে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। সুত্রে যানা যায়,
গত ৩০ জুন রাত সাড়ে ১১ টার দিকে লালমোহন কামিল মাদ্রাসার পিছনে তাহের ডিলারের মেছে বাদীর ছোট মেয়ের সাথে লালমোহন কামিল মাদ্রাসার দ্বাদশ শ্রেনীর ছাত্র তজুমদ্দিন উপজেলার খাসের হাট বাজারের কাঞ্চন মাষ্টারের ছেলে সজিবের প্রেমের সম্পর্কের গড়ে ওঠে এবং আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজনের কাছে ধরা পরে। পরবর্তীতে এলাকার লোকজন ছেলে মেয়ের সুষ্ঠ সমাধান দেওয়ার জন্য অনেক চেষ্টা করলেও মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আলোচনা ব্যার্থ হয়। এদিকে মেয়ের মা সজিবের সাথে নিজের মেয়ের বিবাহ দিতে ব্যার্থ হয়ে স্থানীয় শাকিল, মনির, নুরুন্নবী, বাবুলের নামে মামলা দায়ের করে। এদিকে মেয়ের বড় বোন বলেন , শাকিল আমাদের পরিবারের লোক হয়েও আমাদের সাথে প্রতারনা করেছে।শাকিল সহ অন্যরা সজিবকে ছেড়ে দেওয়ার কথা বলে উল্টো তাকে আটকিয়ে রেখে চাদাঁ দাবি করেছে। অন্যদিকে নুরনবী দালালের ভাতিজা মামলার ২ নম্বর আসামী শাকিলের সাথে যোগাযোগ করলে সে মোবাইলে বলেন, আমরা মেয়ের সাথে সজিবকে অপৃতিকর অবস্থায় দেখার পর তাদের কে উদ্বার করি এবং নিরাপদ ভাবে মেয়েকে বাসায় পৌছায়ে দেই। আমরা মেয়ের উপকার করলেও এখন উল্টো আমরাই আসামী হয়েছি। আমার তার সাথে কোন প্রকার অনৈতিক কাজ করার প্রশ্নই আসেনা । তাদের কে অবৈধ কাজে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে আমাদের বিরুদ্বে মামলা দায়ের করা হয়েছে। এদিকে নুরনবী দালাল বলেন, মেয়ের পক্ষ বিয়ের জন্য চাপাচাপি করলেও মেয়ের বিয়ের বয়স না হওয়ায় আমি তাদেকে আইনের আশ্রয় নিতে বলি কিন্ত আমরা মেয়ের পক্ষ অবলম্বন না করায় তারা আমাদেরকে আসামী করে উল্টো আমাদের বিরুদ্বে মামলা দায়ের করে। উল্লেখ্য যে গত ৩ জুলাই মেয়ের মা সাহিদা খাতুন বাদী হয়ে সজিবকে প্রধান করে তার সাথে স্থানীয় আরো ৪ জনকে আসামী করে লালমোহন থানায় ধর্ষন মামলা দায়ের করে।এদিকে শাওন ঐক্য পরিষদের সভপতি ও বর্তমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সাঙগঠনিক সম্পাদক নুরনবী দালাল সহ চার জনের বিরুদ্বে মিথ্যা মামলা দায়ের করায় বিভিন্ন মহল নিন্দা জানিয়েছে।