সোমবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » মহিলা ভাইস চেয়ারম্যান পদে বোরহানউদ্দিনবাসীর দোয়া চান আরজু বেগম।। লালমোহন বিডিনিউজ
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বোরহানউদ্দিনবাসীর দোয়া চান আরজু বেগম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশি পক্ষিয়া ইউনিয়নের ৭.৮.৯ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা মেম্বার আরজু বেগম।
তিনি পক্ষিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীর স্ত্রী। ১৯৯৬ সাল থেকে ২০১৯ সাল সাল পর্যন্ত পক্ষিয়া ইউনিয়নের মহিলা মেম্বার পদে কর্মরত আছেন। ইউপি সদস্যার পাশাপাশি তিনি স্থানীয় মহিলা লীগ নেত্রী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে ইচ্ছা পোষণ করে আরজু বেগম বলেন, বোরহানউদ্দিনবাসীর দোয়া ও সমর্থন পেলে আমি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। জনগণ যদি আমাকে তাদের মূল্যবান রায় দিয়ে নির্বাচিত করে, তাহলে এলাকার মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ সহ সকল অপরাধ নির্মূলে নিজেকে সর্বদা সচেষ্ট রাখবো।
এদিকে তার প্রার্থীতা নিয়ে ইতোমধ্যে উপজেলার সাধারণ মানুষের মধ্যে আলোচনায় রয়েছেন আরজু বেগম। স্থানীয়রা জানান, আরজু বেগম একজন মুক্তিযোদ্ধার স্ত্রী ও সৎ মানুষ। এমন প্রার্থীকেই আমরা বোরহানউদ্দিন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে পেলে জনগণ ও এলাকার উন্নয়ন হবে। তাই আমরা তাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দেখতে চাই।
উল্লেখ, গত ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত ৫ম উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন সিডিউল অনুযায়ী আগামী ২৪মার্চ রবিবার বোরহানউদ্দিন উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২৬ ফেব্রুয়ারি মঙ্গলবার মনোনয়ন জমাদানের শেষ তারিখ। মনোনয়ন পত্র বাছাই ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৭মার্চ বৃহস্পতিবার। তৃতীয় ধাপে বোরহানউদ্দিন উপজেলাসহ সর্বমোট ১২৭টি উপজেলায় একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।