
রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে চালক সেজে ভাড়ায় চালিত মটরসাইকেল চুরি।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে চালক সেজে ভাড়ায় চালিত মটরসাইকেল চুরি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে ভাড়ায় চালিত মটরসাইকেল ড্রাইভার সেজে মটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় দু-মাস আগে ভাড়ায় মটরসাইকেল চালানোর কথা বলে তৃষা পার্টস সেন্টার’র স্বত্বাধিকারী মো. মিজানুর রহমানের কাছ থেকে মটরসাইকেল ভাড়া নেয় উপজেলার কালমা ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে নাঈম।
এসময় নাঈমের সাথে তার মা জাহানারা বেগম, ভাই মিজান, লিপুসহ আরো কয়েকজন সাক্ষী হিসেবে থেকে মটরসাইকেল ভাড়া নেয়। এরপর থেকে দিন দু-তিনেক দৈনিক ভাড়া পরিশোধ করলেও হঠাৎ করেই মটরসাইকেল নিয়ে উধাও হয়ে যায় নাঈম।
কিছুদিন নাঈমের অপেক্ষা করে তার খোজে তার মা ও ভাইদের নিকট গেলেও না জানার ভান করে তালবাহানা শুরু করের তারা। রিপোর্ট লেখা পর্যন্ত নাঈমের কোন খোজ পাওয়া যায়নি।
এদিকে ভাড়ার কথা বলে মটরসাইকেল চুরির অভিযোগে আইনের আশ্রয় নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান মটরসাইকেল মালিক।