রবিবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » পুনরায় ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া চান ফখরুল আলম হাওলাদার।। লালমোহন বিডিনিউজ
পুনরায় ভাইস চেয়ারম্যান পদে সকলের দোয়া চান ফখরুল আলম হাওলাদার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : লালমোহন উপজেলাবাসীর সুখে দু:খে পাশে থেকে তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন ফখরুল আলম হাওলাদার।
এক সময়ের বিএনপি দুর্গ খ্যাত লালমোহন উপজেলার তৃণমূল আওয়ামীলীগ কর্মীদের পাশে ছায়ার মত ছিলেন ফখরুল আলম হাওলাদার। ২০০১ সাল পরবর্তী বিএনপি জামাত জোট সরকারের হামলা মামলার শিকার হয়েও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে তৃণমূল নেতাকর্মীদের সাহস জুগিয়ে তাদের কে ঐক্যবদ্ধ রাখতে নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন লালমোহন পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার। তাই বিগত উপজেলা পরিষদ নির্বাচনে স্থানীয় জনগণ উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিপুল ভোটে বিজয়ী করেছিলেন তাকে। নির্বাচিত হয়ে দলমত নির্বিশেষে উপজেলার সাধারণ মানুষ তথা এলাকার উন্নয়নে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলেন তিনি।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থী বাছাইয়ে তৃণমূল নেতাকর্মীদের ভোট কে স্বাগত জানিয়ে পুনরায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনগণের সেবা করার সুযোগ চান আওয়ামীলীগের প্রবীণ ও ত্যাগী এ নেতা।
শিক্ষার মান উন্নয়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করে তাদের সমস্যা সমাধানে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তার শিক্ষাবান্ধব মনোভাবের ফলে চরভূতা হাজিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও লালমোহন হাসিনা খানম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতিত্বের দায়িত্ব ও পান তিনি।
নির্বাচিত হয়ে এলাকার দুস্থ ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকার ফলে উপজেলা জুড়ে ব্যাপক সুনাম কুড়িছেন তিনি।
লালমোহন উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে ফখরুল আলম হাওলাদার বলেন, ভোলা-৩ আসনের সাংসদ দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র আশির্বাদে ও এলাকাবাসীর মূল্যবান ভোটে ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি আমি লালমোহন উপজেলার ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পরে যেমন নিজেকে সর্বদা মানুষ ও এলাকার সেবায় নিজেকে নিয়োজিত ছিলাম। ভবিষ্যতে ও থাকবো ইনশাআল্লাহ।
তিনি বলেন, ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পূর্বেও আমি জনসম্পৃক্ত ছিলাম। স্থানীয় আওয়ামীলীগ কে সংগঠিত রাখতে ১৯৭৩ সালে শাহবাজপুর কলেজ শাখার এজিএস থেকে শুরু করে পর্যায়ক্রমে আওয়ামীলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। সুখে দু:খে তৃণমূল নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি সর্বদা।
ফলে আসন্ন নির্বাচনে দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র আশির্বাদ ও লালমোহন আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীদের সমর্থন রয়েছে বলে জানান তিনি।
আসন্ন নির্বাচনেও দলমত নির্বিশেষে সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন থাকবে বলে বিশ্বাস করেন ফখরুল আলম হাওলাদার।