মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চরফ্যাশন | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | ভোলা | মনপুরা | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ভোলার চিংড়ি রেণু পটুয়াখালীতে আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলার চিংড়ি রেণু পটুয়াখালীতে আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলা জেলাধীন বোরহানউদ্দিন তজুমদ্দিন লালমোহন মনপুরা ও চরফ্যাশন উপজেলার বাগদা চিংড়ির রেণু পোনা খুলনায় পাচারকালে ২ টি ট্রলার ও ৪ লক্ষ ৬৫ হাজার বাগদা চিংড়ির রেণু পোনাসহ ৯জন পাচারকারীকে আটক করেছে পটুয়াখালী কোস্ট গার্ড।
১৮ ফেব্রুয়ারি সোমবার রাতে চরফ্যাশন উপজেলা হয়ে তেতুলিয়া নদী দিয়ে যাওয়ার সময় পটুয়াখালীর লক্ষীপাশা ঘাট এলাকা থেকে আটক করে পটুয়াখালী কোস্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার নুরুল আলমসহ সঙ্গীয় ফোর্স। আটক পোনা নদীতে অবমুক্ত করা হয়। ৯ জন পাচারকারী ও ২ টি ট্রলার পটুয়াখালী নির্বাহী ম্যজিস্ট্রেট মোবাইল কোটের মাধ্যমে জরিমানা করে ছেরে দেওয়া হয়। ভোলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার নুরুজ্জামান শেখ জানান, অবৈধ কারেন্ট জাল, ও রেণু পোনাসহ অবৈধ সকল কিছুর বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।