বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ছয় ব্যাবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা
ভোলায় ছয় ব্যাবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা
ভোলা সংবাদদাতা : ভোলায় অভিযান চালিয়ে ওজনে কম দেয়া, মূল্য তালিকা না থাকা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ছয় ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভোলা শহরের কাচা বাজার, মাছ বাজার, ঘোষ পট্টি ও গুরপট্টি এলাকায় এ অভিযান চালানো হয় । ভ্রামান্যমান আদালতে অংশ নেয়া অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন জানািন, তার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কাচা বাজার, মাছ বাজার, ঘোষ পট্টি ও গুরপট্টি এলাকায় বিভিন্ন দোকানে অভিযান চালায়। এসময় শহরের মাছ বাজারে ওজনে কম দেয়ার অপরাধে মাছ ব্যাবসায়ী বিশ্বনাথকে ১ হাজার, কাচা বাজারে মূল্য তালিকা না থাকায় জাকির হোসেনকে ২ হাজার, মেয়াদ উত্তির্ন পন্য বিক্রির অভিযোগে মধু বনিককে ১ হাজার টাকা ও একই অপরাধে সিধাম বনিকে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন। ঘোষ পট্টি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার বিক্রির অভিযোগে কৃষ্ণ ঘোষকে ১ হাজার টাকা ও একই অপরাধে রনজিৎ ঘোষের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া শহরের পাল পট্টি এলাকায় পাবলিক প্লেসে ধুমপান করায় ইব্রাহীম নামে এক পথচারির ৩০০টাকা জরিমানা আদায় করেন।