রবিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালকের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালকের কারাদণ্ড।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : বাংলাদেশ ব্যাংকের সাবেক সহকারী পরিচালক এস এম গিয়াস উদ্দিনকে অর্থ আত্মসাতের মামলায় ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার ১৭ ফেব্রুয়ারি ঢাকার ১০ নম্বর বিশেষ জজ জয়নাল আবেদীন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী আবুল হোসেন সাংবাদিকদের বলেন, ‘আসামি গিয়াস উদ্দিনকে কারাদণ্ডের পাশাপাশি ৬৪ লাখ ৩৩ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।’
আবুল হোসেন বলেন, ‘রায়ের সময় আসামি আদালতে হাজির ছিলেন। সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এ ছাড়া এ মামলায় অন্য দুই আসামি মকবুল হোসেন ও মহিউদ্দিন মৃধার অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেন বিচারক।’
নথি থেকে জানা যায়, ১৯৯৬ সালের ৮ নভেম্বর থেকে ১৯৯৭ সালের ৫ মার্চ মধ্যে আসামিরা পরস্পর যোগসাজশে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন শাখার ভুয়া নাম পরিচয় দিয়ে মিথ্যা লোককে শনাক্ত করে অ্যাকাউন্ট করেন। আসামিরা পরস্পর যোগসাজশে জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৫৯ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।
এ ঘটনায় ১৯৯৭ সালের ২৫ মে মতিঝিল থানায় অর্থপাচারের অভিযোগে মামলাটি দায়ের করা হয়।
পরে ২০০৩ সালের ৫ জানুয়ারিতে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিআইডির জ্যেষ্ঠ উপপুলিশ কমিশনার মো. আব্দুল হান্নান মামলার অভিযোগপত্র দাখিল করেন।