বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে
সারাদেশে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে ২৫ জুলাই থেকে
লালমোহন বিডিনিউজ ,রাশেল সিকদার ঢাকা : এবার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে ২৫ জুলাই। এতে ২ দশমিক ৫ শতাংশ হারে ২৪ লাখ নতুন ভোটার নিবন্ধনের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আইনে প্রতিবছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা হালানাগাদ করার কথা বলা হয়েছে। গত বছর ১৫ মে থেকে কয়েক ধাপে সারা দেশে তথ্য সংগ্রহ করা হয়। ১৫ নভেম্বর শেষ হয় নিবন্ধন কার্যক্রম। ৩১ জানুয়ারি ওই তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়। ২০১৪ সালের হালানাগাদে ৫১ লাখ নতুন ভোটারের নাম নিবন্ধন করা হলেও তাদের পরিচয়পত্র দেয়ার কাজ এখনো শুরু করা হয়নি।
নির্বাচন কমিশন সচিব সিরাজুল ইসলাম জানান, ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হবে। একই সঙ্গে দেশের সব উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের মতোই চলবে ১৫ থেকে ১৭ বছর বয়সীদের তথ্য সংগ্রহের কাজ। ইসি সচিব বলেন, বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে পুরো কর্মসূচির তথ্য তুলে ধরা হবে। এবার ২৪ লাখ নতুন ভোটার নিবন্ধনের পরিকল্পনা নেয়া হয়েছে।
ইসির পরিকল্পনা অনুযায়ী আগামী ২৫ জুলাই থেকে ২০ অক্টোবর পর্যন্ত সারা দেশে তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম পরিচালনা করা হবে। প্রতি ধাপে ৮ লাখ করে করে মোট ২৪ লাখ ভোটার নিবন্ধনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
বর্তমানে মোট ভোটার রয়েছে ৯ কোটি ৬২ লাখ ২৬ হাজার ৫৪২ জন। এবার ভোটার করার জন্য ১৯৯৮ সালের ১ জানুয়ারি বা তার পূর্বে জন্মগ্রহণকারী সকল নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে।