শনিবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে সড়কের উপর ড্রেন ভেঙ্গে ভোগান্তি।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে সড়কের উপর ড্রেন ভেঙ্গে ভোগান্তি।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার রাণীগঞ্জবাজারের মাঝখানে মুল সড়কের উপর পানি নিস্কাসনের ড্রেনের ঢাকনা ভেঙ্গে যান চলাচলের বাধা সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে রয়েছে বাজার ব্যবসায়ীরাসহ এলাকার সাধারণ মানুষ। দির্ঘ ৪ বছর যাবত ওই ড্রেন ও ঢাকনাটি ভেঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি হয়। বিষয়টি যেন দেখার কেউ নেই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাণীগঞ্জবাজারে মাঝখানে মুল সড়কের উপর ভাঙ্গা ড্রেনের ভিতরে মালামাল বোঝাই একটি ভ্যান পড়ে যায়, কিছু লোক ভ্যানটি উদ্ধার করার জন্য চেষ্টা করেন। ভ্যান চালক নুরুল আমিন জানান, আমার মালামাল বোঝাই ভ্যানটি ভাঙ্গা ড্রেনের ভিতরে পড়ে যায়, আমি অনেক কষ্টে আমার ভ্যানটি উদ্ধার করেছি। এ ব্যাপারে রাণীগঞ্জবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন মীর জানান, দির্ঘ ৪ বছর যাবত রাণীগঞ্জবাজারের মাঝখানে পানি নিস্কাসনের ড্রেনের ঢাকনাটি ভাঙ্গা রয়েছে, এতে এই এলাকার ২০হাজার মাণুষের যাতায়াতের সমস্যা ও যান চলাচলের বাধা সৃষ্টি হয়, আমরা জনপ্রতিনিধিদের কাছে ড্রেনের ঢাকনাটি নির্মানের দাবি জানাই।