বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক | শিরোনাম | সর্বশেষ » বিশ্ব জুড়ে ৫০টি শহরে আড়ালে নয়, এবার প্রকাশ্যেই নগ্নতা
বিশ্ব জুড়ে ৫০টি শহরে আড়ালে নয়, এবার প্রকাশ্যেই নগ্নতা
লালমোহন বিডিনিউজআন্তর্জাতিক ডেস্ক: কারাকাস: নিষিদ্ধ হাতছানি আর নয় ‘নগ্নতা’। নগ্নতা এখন প্রকাশ্য রাস্তায়! হ্যাঁ, এক দল মানুষ মনের আনন্দে নগ্ন হয়েই ঘুরে বেড়াচ্ছেন রাজপথে? সিনে পর্দায় নয়, বাস্তবে ঘটছে এমনটাই। সম্প্রতি ভেনেজুয়েলায় ‘ওয়ার্ল্ড ন্যাকেড বাইক রাইড’-এ অংশ নিয়েছিলেন প্রায় এক হাজার মানুষ। বিশ্ব জুড়ে ৫০টি শহরে এর আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে সবাই ছিলেন নগ্ন। তাঁদের কাছে নগ্নতা কোনও ভাবেই ছিল না অপরাধ।