মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » এক মাসের মধ্যে অস্ত্র ও মাদক মামলার চার্জশিট দেয়ার নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
এক মাসের মধ্যে অস্ত্র ও মাদক মামলার চার্জশিট দেয়ার নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : দেশের যত অস্ত্র ও মাদক মামলা রয়েছে সকল মামলার চার্জশিট এক মাসের মধ্যে জমা দিতে বলেছেন হাইকোর্ট।
মঙ্গলবার ১২ ফেব্রুয়ারি হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি রিয়াজ উদ্দিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দিয়েছেন। একই সঙ্গে আদেশে বাংলাদেশি বংশোদ্ভুত নরওয়ের এক নাগরিকসহ চারজনকে মাদক দিয়ে ফাঁসানোর ঘটনায় গাজীপুরের জয়দেবপুরের এসআই আব্দুল হালিমকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এছাড়া মাদক মামলার তদন্ত ও তদারকির জন্য সেল গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
ওই মামলার আসামি নুরুল ইসলাম শেখের আইনজীবী আব্দুল কুদ্দুস বাদল গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।