বৃহস্পতিবার, ২ জুলাই ২০১৫
প্রথম পাতা » বিবিধ | শিরোনাম | সর্বশেষ » কর্মসৃজন প্রকল্পের আত্মসাতকৃত অর্থ সরকারি কোষাগারে জমা
কর্মসৃজন প্রকল্পের আত্মসাতকৃত অর্থ সরকারি কোষাগারে জমা
গাইবান্ধা সংবাদদাতা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অতিদরিদ্রদের কর্মসৃজন প্রকল্পের (৪০ দিনের) আত্মসাতকৃত অর্থের মধ্যে অবশেষে ৩৭ লাখ ৭৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছেন অভিযুক্ত সাবেক ভারপ্রাপ্ত ইউএনও রাশেদুল হক প্রধান ও সাবেক পিআইও জহিরুল ইসলাম।
জানা গেছে, গত ২০১৪-২০১৫ অর্থ বছরের উপজেলার ১৫ ইউনিয়নে অতিদ্ররিদ্রদের কর্মসৃজন কর্মসুচীর প্রথম পর্যায়ে ৪ হাজার ৪৭৬ জন শ্রমিকের বরাদ্দ মেলে।
এর মধ্যে গোপণকৃত ৪৭৬ জন শ্রমিকের বিপরীতে ৩৮ লাখ ৮ হাজার টাকা সাবেক ভারপ্রাপ্ত ইউএনও রাশেদুল হক প্রধান ও সাবেক পিআইও জহিরুল ইসলাম ৪ চেকের মাধ্যমে অগ্রণী ব্যাংক সুন্দরগঞ্জ শাখা থেকে উত্তোলণ করে আত্মসাত করেন।
এছাড়া ১৫ ইউনিয়নে ভুয়া একাউন্টের মাধ্যমে ৭৫০ জন শ্রমিকের বিপরীতে ৬০ লাখ টাকা আত্মসাত করা হয়। এনিয়ে বেলকা, দহবন্দ ও হরিপুর ইউপি সদস্যরা জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।
বিষয়টি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে অবশেষে তারা গত ২৮ জুন ৩৭ লাখ ৭৬ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেয়।
এ ব্যাপারে বর্তমান ইউএনও আবদুল হাই মিলটনের সাথে যোগযোগ করলে তিনি টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে অভিযুক্তদের দৃষ্টান্তমুলক শাস্তিসহ আত্মসাতকৃত অবশিষ্ট অর্থ অবিলম্বে ফেরতের দাবী জানিয়েছেন অভিযোগকারীরা।