রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জোরপূর্বক দোকান ঘর ও জমি দখল।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জোরপূর্বক দোকান ঘর ও জমি দখল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মিলন বাজারে ডিস ক্যাবল ব্যবসায়ী আলমঙ্গীর এর বিরুদ্ধে জোর পূর্বক দোকান ঘর ভেঙ্গে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। কুতুবা ৩ নং ওয়ার্ডের মৃত জালাল আহমেদ এর ছেলে মনির ব্যাপারী এ অভিযোগ করেন।
৯ ফেব্রুয়ারি শনিবার বিকালে তিনি অভিযোগ করে বলেন, মিলন বাজারে ২০০৫ সালে আমার ক্রয় কৃত পৌনে-১ শতাংশ জমির উপর আমার দোকান ঘর। দোকান ঘরটি দীর্ঘ ১৩ বছর যাবত আমি দখলে আছি। যাহার জে,এল নং ১৬, মৌজা বড় মানিকা ৩নং ওয়ার্ড , এস.এ ৪০ নং খতিয়ানে পৌনে-১ সতাংশ জমি ঘর সহ ক্রয় করি। কৃষি সমিতিকে আমার দোকান ঘর ভাড়া দেই।
শনিবার সকালে ডিস ক্যাবল ব্যবসায়ী আলমঙ্গীর প্রভাব খাটিয়ে জোর পূর্বক আমার দোকান ঘরটি ভেঙ্গে দেয় এবং জমি দখল করে নেয়। আমি উর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি কামনা করছি।
স্থানীয় আমিনুল ইসলাম, মহিজল, আনোয়ার ও মিলন বাজার কৃষি সমিতির সভাপতি লুতফর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ঢালী জানান, একশ জন সদস্য করে আমরা মিলন বাজার কৃষি সমিতি করেছি, ২০০৫ সালে আমরা মনির ব্যাপারীর কাছ থেকে দোকান ঘরটি ভাড়া নেই, দীর্ঘ ১৩ বছর যাবত আমরা কৃষি সমিতির কার্যক্রম এই ঘরটিতেই চালাই, শনিবার সকালে হঠাৎ করে ডিস ক্যাবল ব্যাবসায়ী আলমঙ্গীর এসে আমাদের ভাড়া নেওয়া ঘরটি জোর পূর্বক ভেঙ্গে দেয়। ওই ঘরে আমাদের কৃষি সমিতির ইঞ্জিন ও পাওয়ার টিলারসহ বিভিন্ন মালা-মাল সরিয়ে নিতে বলেন ডিস ক্যাবল ব্যাবসায়ী আলমঙ্গীর। আমরা একশ জন সদস্য এই অত্যাচারের তিব্র নিন্দা জানাই। এ ব্যাপারে ডিস ক্যাবল ব্যাবসায়ী আলমঙ্গীর জানান, দোকান ঘরটি মনির ব্যাপারীর আগে দখল ছিল, এখন আমি দখল করেছি, দোকানের জমির মালিকের কাগজে সমস্যা আছে, এই জমি আমার।