শনিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | ধর্ম-কর্ম | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ১৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা : প্রস্তুতি চলছে দ্রুতগতিতে।। লালমোহন বিডিনিউজ
১৫ ফেব্রুয়ারি বিশ্ব ইজতেমা : প্রস্তুতি চলছে দ্রুতগতিতে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : আগামী ১৫ই ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমাকে সামনে রেখে টঙ্গীর তুরাগ নদীর তীরেে ময়দানে প্রস্তুতি কাজ চলছে দ্রুত গতিতে। প্রতিবছর ৩ দিন করে দুই দফায় হলেও এবারই ২দিন করে বিরতিহীনভাবে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রথম পর্বে ১৫ ও ১৬ই ফেব্রুয়ারি ওলামামাশায়েক তাবলীগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরব্বি ও কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহমেদের অনুসারী মুসল্লিরা অংশ নিবেন। ১৬ই ফেব্রুয়ারি দুপুরে আখেরি মোনাজাতে অংশ নিয়ে প্রথমপর্বে আগত মুসল্লিরা রাতের মধ্যে ময়দান ত্যাগ করবেন। পরে মাওলানা সা’দ আহমাদ কান্ধলভী পন্থী অনুসারী মুসল্লিরা আগামী ১৭ই ফেব্রুয়ারি রোববার বাদ ফজর থেকে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিবেন। ১৮ই ফেব্রুয়ারি মধ্যাহ্নের পূর্বে যেকোনো এক সময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে দুই পর্ব ২০১৯ সালের বিশ্ব ইজতেমা। প্রতিপর্ব ইজতেমা কার্যক্রম শেষে জিম্মাদারগণ ময়দানের দায়িত্ব প্রশাসনের কাছে বুঝিয়ে দিয়ে যাবেন।
গত ৮ফেব্রুয়ারি শুক্রবার ইজতেমা ময়দান সরজমিনে ঘুরে দেখা যায়, ইজতেমাকে সামনে রেখে এগিয়ে চলছে সবধরনের প্রস্তুতির কাজ।
স্কুল-কলেজ ও মাদরাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বেচ্ছাশ্রমে ময়দানে কাজ করছেন। প্যান্ডেল তৈরির কাজ, রাস্তা মেরামত, মাইক টানানো, টয়লেট পরিষ্কার-পরিচ্ছন, ময়দানের আগাছা পরিষ্কারের কাজ করছেন আগত মুসল্লিরা। ইতিমধ্যে প্রায় ৫০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বলে বিশ্ব ইজতেমা আয়োজক কমিটি সূত্রে জানা গেছে। ঢাকার যাত্রাবাড়ি এলাকার আনোয়ারুল ইসলাম (হালকা নং-৪০৭) দেড়শ’ জন ইজতেমার সাথী ভাই নিয়ে ময়দানে কাজ করতে এসেছেন। তিনি বলেন, আল্লাহর মেহমানরা ইবাদত বন্দেগি করতে আসবেন। তারা যেন সুন্দরভাবে ইবাদত বন্দেগি করতে পারেন সেই দিক খেয়াল রেখে ময়দানের কাজ করে যাচ্ছি। টঙ্গীর দত্তপাড়া এলাকার মুসল্লি মো. মাজহারুল ইসলাম জানান, বিদেশী মেহমানদের কামরা পরিস্কার পরিচ্ছন্ন করছি। যাতে বিদেশী মেহমানরা ইজতেমা ময়দানে এসে কোন প্রকার কষ্ট না পান। যোগাযোগ করা হলে বিশ্ব ইজতেমা ময়দানের (সাফাই) পরিষ্কার পরিচ্ছন্ন কমিটির জিম্মাদার ফকির আতাউর রহমান জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারি থেকে টঙ্গীতে শুরু হতে যাচ্ছে ২০১৯ সালের বিশ্ব ইজতেমা। এ উপলক্ষে চলছে প্রস্তুতিকাজ। ইতিমধ্যে প্রায় ৫০ ভাগের মতো ময়দানের কাজ সম্পন্ন হয়েছে। ১৬ই ফেব্রুয়ারি দুপুরের আগে যেকোনো একসময় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে প্রথমপর্বের ইজতেমা। তবে শুক্রবার থেকে ইজতেমা শুরু হলেও বৃহস্পতিবার বাদ ফজর থেকেই আগত মুসল্লিদের উদ্দেশ্যে আ’ম শুরু হবে।