শুক্রবার, ৮ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » পাগলে কী না বলে, ছাগলে কী না খায়-কাদের।। লালমোহন বিডিনিউজ
পাগলে কী না বলে, ছাগলে কী না খায়-কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : ‘অযাচিত উপদেশ দিয়ে বিএনপি উপদেষ্টা হতে চাচ্ছে ওবায়দুল কাদের’ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের সমালোচনা করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়। ওনার (রিজভীর) কথার জবাব দেয়ার ইচ্ছা আমার নেই।
শুক্রবার ৮ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বেগম জিয়ার এক বছর কারাবাস। এটা আদালতের দণ্ড। এটা কোনো রাজনৈতিক বিষয় নয়, কাজেই এখানে সরকারের কিছুই করণীয় নেই। এটা আদালতে বিষয়, লিগ্যাল ম্যাটার।
তিনি বলেন, আইনিভাবে বা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা বিএনপির দায়। তাকে (খালেদা জিয়া) দণ্ড দিয়েছেন আদালত, কারাগারে পাঠিয়েছেন আদালত। তাকে মুক্তিও দিতে পারেন আদালত। খালেদা জিয়ার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে মামলা হয়েছে। এ মামলা নিয়ে আওয়ামী লীগ সরকারকে দোষারোপ করা একেবারে অসৎ। আওয়ামী লীগ সরকার কোনোভাবেই এখানে জড়িত নয়।
সরকারের হস্তক্ষেপে বেগম জিয়ার মুক্তিতে বাঁধা হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি- এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বুদ্ধিজীবীদের ভাষায় বিএনপি এখন হাঁটু ভাঙা দল। নির্বাচনে পরাজয়ের পর তারা যেভাবে প্রলাপ বকছে তাতে মনে হয় ওনাদের মাথা বিগড়ে গেছে।
বিএনপির আন্দোলন কর্মসূচি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি এখন কোনো ইস্যুতে আন্দোলনের ডাক দিলে জনগণের কোনো সাড়া পাবে না। কারণ দুর্নীতি আর সন্ত্রাসের জন্য দেশে বিদেশে তারা ইমেজ সংকটে রয়েছে।
ডাকসু নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে নানা মেরুকরণ হচ্ছে। ডাকসুতে মেরুকরণ অনুযায়ী সমীকরণ হবে। আমাদের প্রতিপক্ষ ছাত্র সংগঠন যদি ঐক্যবদ্ধ-জোটবদ্ধ প্যানেল দেয় সেই অনুযায়ী আমরাও প্যানেল দেব। সেখানে প্রতিপক্ষের মেরুকরণ অনুযায়ী আমাদের সমীকরণ হবে।