বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
ভোলার গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমবাইন্ড সাইকেল পাওয়ার কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২০১৫ সালের ২ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়া বিদ্যুৎ কেন্দ্রটির বুধবার বেলা ১১ টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন তিনি।
ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলার জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক, জেলা পরিষদ প্রশাসক আব্দুল মমিন টুলুসহ, জেলা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।
এদিকে ভোলার বোহানউদ্দিন উপজেলার কুতুবা এলাকার স্থাপিত প্লান্টটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে বোরহানউদ্দিন তথা দ্বীপজেলার ভোলার সর্বস্তরের মানুষ।
বোরহানউদ্দিন উপজেলার দীন ইসলাম রুবেল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে বোরহানউদ্দিনের গ্যাস উত্তোলন শুরু হয়। এখানে গ্যাসের উপর নির্ভর করে একের পর এক উচ্চক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্লান স্থাপিত হচ্ছে। এতে করে বোরহানউদ্দিন উপজেলা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
ভোলার চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু বলেন, ভোলার গ্যাসভিত্তিক ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ স্থানীয় চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এতে পার্শ্ববর্তী বরিশাল খুলনা অঞ্চলের ১৬ জেলায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে। অপরদিকে তেমনি শিল্পকারখানা স্থাপনের মাধ্যমে ভোলাসহ দক্ষিণাঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রায় আরও গতি সঞ্চার হবে।
ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, বর্তমানে জেলার ৯৫ ভাগ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ হয়েছে। আগমী কয়েক মাসের মধ্যে ভোলা জেলার শতভাগ মানুষের বিদ্যুতের চাহিদা পূরণ হবে। গ্যাসের উপর নির্ভর করে ভোলায় আরও তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে।
উল্লেখ্য, এক দশক আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ভোলার বোরহানউদ্দিনের শাহবাজপুর গ্যাসক্ষেত্রের গ্যাস বাণিজ্যিকভাবে কাজে লাগানোর উদ্যোগ নেয়া হয়। আবাসিক সংযোগ দেয়ার পাশাপাশি শাহজাবপুর গ্যাস ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ শুরু করে সরকার। এ লক্ষে ২০১৩ সালের ৯ এপ্রিল ইসলামি ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে প্রায় ১ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়। বোরহানউদ্দিন উপজেলার কুতুবা গ্রামে ২২ একর জমির উপর ২০১৩ সালের ৩০ মে চায়নার চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি এর নির্মাণ কাজ শুরু করে এবং ২০১৫ সালের ২ সেপ্টেম্বর পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের কাজ উদ্বোধন করেন।