বুধবার, ৬ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » ভোট ডাকাতির অভিযোগ এনে বিকেলে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ।। লালমোহন বিডিনিউজ
ভোট ডাকাতির অভিযোগ এনে বিকেলে ঐক্যফ্রন্টের কালো ব্যাজ ধারণ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে এ ঘটনার প্রতিবাদে বুধবার ৬ ফেব্রুয়ারী রাজধানীতে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার বিকেল ৩টায় কর্মসূচি শুরু হয়ে শেষ হবে বিকেল ৪টায়।
গণফোরামের প্রশিক্ষণবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম পথিক জানান, কর্মসূচিতে ঐক্যফ্রন্টের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন।
জোটের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩১ জানুয়ারি ড. কামাল হোসেনের মতিঝিল চেম্বারে ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির এক সভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন।
পাশাপাশি জোট ঐক্যফ্রন্ট প্রার্থী ও ভুক্তভোগী ভোটারদের অংশগ্রহণে জোট ২৪ ফেব্রুয়ারি একই স্থানে গণশুনানির আয়োজন করবে।
বিএনপি ও গণফোরামসহ পাঁচ দলের জোট জাতীয় ঐক্যফ্রন্ট গত ৩০ ডিসেম্বরের নির্বাচনে ব্যাপক ‘ভোট ডাকাতি’ হয়েছে দাবি করে এর ফল প্রত্যাখ্যান করে।
ফাইল ছবি,