মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » ফেনীতে র্যাবের হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
ফেনীতে র্যাবের হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ফেনী : ফেনীর মহিপালে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার ৫ ফেব্রুয়ারী ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই এলাকায় তল্লাশি চালায় র্যাবের একটি দল। ঢাকামুখী একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে ১৯ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ গাড়িটি জব্দ করা হয়। এ সময় মো. জিয়াউর রহমান (৩৫), মো. আনোয়ারুল (৩২) ও মোহাম্মদ আলীকে (৪১) আটক করা হয়।
র্যাব আরও জানায়, আটকরা দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত। তারা দেশের বিভিন্ন স্থানে একই গাড়ি দিয়ে ইয়াবাসহ মাদক সরবরাহ ও বিক্রি করে থাকে।
ফেনীস্থ র্যাবের সহকারী পুলিশ সুপার মো. নুরুজ্জামান জানান, মাদক কারবারি ও জব্দকৃত মালামাল ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।