
রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলার প্রস্তুতিমূলক সভা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ৫ দিনব্যাপী অমর একুশে বই মেলার প্রস্তুতিমূলক সভা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : আন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বোরহানউদ্দিনে অমর একুশে বই মেলার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ভাষা সৈনিক রেজা এ করিম চৌধুরীর স্মরণে রবিবার ৩ ফেব্রুয়ারী বিকাল ৪ টায় বোরহানউদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আঃ কুদ্দূস‘র উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।
বোরহানউদ্দিনে ৩য় বারের মতো ৫ দিন ব্যাপী অমর একুশে বই মেলা উপজেলা শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে। ৩৫ টি স্টল ও অনেক বই বিকিকিনি হবে মেলায়।
ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ২০ ফেব্রয়ারী মেলাটির উদ্ধোধন করবেন বলে আয়োজক সংস্থা জানান।
২০ ফেব্রয়ারী শুরু হয়ে ২৪ ফেব্রয়ারী পর্যন্ত এ মেলা চলবে। মেলায় প্রতিদিন সন্ধ্যায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিল্পীরা ও শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। ধারণা করা হচ্ছে এ বছর অমর একুশে মেলায় প্রতিবছরের ন্যায় হাজার-হাজার লোকের সমাগম ঘটবে। প্রস্তুতি মুলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আহসান, সরকারী আব্দুল জব্বার কলেজের উপাধ্যাক্ষ সোহরাব হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন, হিন্দু- বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চন্দ্র দাস, পক্ষিয়া ইউপির চেয়ারম্যান নাগর হাওলাদার, হাসাননগর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বোরহানউদ্দিন উপজেলার কর্মরত গণমাধ্যম কর্মীগণ।
—