রবিবার, ৩ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশ আটক।। লালমোহন বিডিনিউজ
চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশ আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, শরীয়তপুর : শরীয়তপুর জেলার গোসাইরহাটে চাঁদাবাজির অভিযোগে পাঁচ ভুয়া পুলিশকে আটক করেছে পুলিশ। শনিবার ২ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে ৪টার দিকে উপজেলার ইদিলপুর ইউনিয়নের পট্টি ব্রিজের ঢাল থেকে পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোসাইরহাট উপজেলার সেনপট্টি গ্রামের মৃত আব্দুর রশিদ সরদারের ছেলে মো. সেলিম সরদার (৩৫), আমিন উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী (৩৮), টেংরা গ্রামের শফিজদ্দিন মোল্লার ছেলে মো. শরীফ মোল্লা (৩০), দাশের জঙ্গল গ্রামের আজিজ সরদারের ছেলে জামাল সরদার (৩৫) ও মহেস্বর পট্টি গ্রামের মিয়া চাঁন রাড়ীর ছেলে মিন্টু রাড়ী (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে গোসাইরহাট পট্টি ব্রিজের ঢালে স্থানীয় মাছ ব্যবসায়ীরা ভ্যানে মাছ ওঠাচ্ছিলেন। এমন সময় গোসাইরহাট থানার পুলিশ পরিচয়ে পাঁচজন মাছগুলো আটক করে। পরে মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে। তখন মাছ ব্যবসায়ী ইদ্রিস আলী প্রধান গোসাইরহাট থানায় ফোন দেন। তাৎক্ষণিক গোসাইরহাট থানা পুলিশের একটি দল ওই পাঁচ ভুয়া পুলিশকে আটক করে থানায় নিয়ে আসে।
গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, দীর্ঘদিন থেকে বিভিন্ন এলাকায় ভুয়া পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করে আসছিলেন এরা। আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।