বুধবার, ১ জুলাই ২০১৫
প্রথম পাতা » জাতীয় | শিরোনাম | সর্বশেষ » বাড়িভাড়া নির্ধারণে ছয় মাসের মধ্যে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
বাড়িভাড়া নির্ধারণে ছয় মাসের মধ্যে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট
লালমোহন বিডিনিউজ ,সোহেল ঢাকা: বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সঙ্গে কথা বলে তাদের সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি এলাকাভেদে সর্বনিম্ন ও সর্বোচ্চ ভাড়া নির্ধারণের জন্য সরকারকে ছয় মাসের মধ্যে একটি ‘উচ্চ ক্ষমতাসম্পন্ন’ কমিশন গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাঁচ বছর আগের একটি রিট আবেদনের রায়ে বুধবার বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. রুহুল কুদ্দুসের বেঞ্চ এই নির্দেশনা দেয়।