
বুধবার, ৩০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ | সিলেট » সিলেটে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক।। লালমোহন বিডিনিউজ
সিলেটে গাঁজাসহ ইউপি চেয়ারম্যান আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সিলেট : সিলেট জেলার মৌলভীবাজার সদর উপজেলার ৩নং কামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফয়সাল আহমদ (৪৮) ও তার এক সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ২৯ জানুয়ারী বিকেলে শহরের মিশন রোড এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ বলছে, আটককৃতদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে শহরের মিশন রোড থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ ইউপি চেয়ারম্যান ফয়সল ও তার এক সহযোগীকে আটক করা হয়। মৌলভীবাজার মডেল থানায় তাদের নামে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।