
মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে জখম।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে বৃদ্ধকে কুপিয়ে জখম।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বসত ঘরের সামনে ও পথে জোরপূর্বক দেয়া বেড়া সরাতে বললে তরাব আলী নামের এক বৃদ্ধকে এলোপাতারি পিটিয়ে ও কুপিয়ে মারত্মক রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ২৯ জানুয়ারি বিকাল অনুমান তিনটার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের মধ্য আবাসন এলাকায় কোমর আলী মাঝি বাড়িতে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধকে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, চরকচুয়াখালীর মধ্য আবাসন এলাকায় একই বাড়ির তরাব আলী মাঝির বসত ঘরের সামনে ও পথে বেড়া দেয় খলিল খলিফার পুত্র এনায়েত হোসেন দুলাল। এতে তরাব আলী মাঝি ঘরে যাতায়াত করতে বাধাগ্রস্ত হয়। বেড়া সরাতে বললে বৃদ্ধ তরাব আলীর কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে এবং তাকে জমি দেয়ার কথা বলে। এতে বৃদ্ধ তরাব আলী অপারতা প্রকাশ করলে দুলাল তাকে মারপিট করবে, জানে মেরে ফেলবে বলবে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে তরাব আলীর উপর অতর্কিত হামলা করে ঘরের সামনে বৃদ্ধকে কুপিয়ে মাথায় মারাত্মক রক্তাক্ত কাটা জখম করে। তরাব আলীকে হত্যা করতে চেয়েছিল বলে উদ্ধারকারী ও পরিবার সুত্র জানায়। টাকা পয়সা ছিনিয়ে নেয়। আহত তরাব আলীকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় সুত্র আরো জানায় দুলাল বহুবিবাহ, জাল দলিল করা, অন্যের জমি দখল করা, যখনতখন যাকে তাকে মারপিট করা তার কাজ। কিছু দিন আগে ভুয়া পিতা সাজিয়ে জমি দলিল করতে গিয়ে ধরা পড়ে আক্কেল সেলামী দেয়। জনৈক মহিলার সম্ভ্রমহানি করতে গিয়ে ধরা পড়ে পালিয়ে যায়। পরে সামাজিক বিচারে করা হয়। এছাড়া জনৈক গূহবধুর সম্ভ্রমহানি করতে গিয়ে ধরা পড়ে বিয়ে করতে হয়। গজারিয়া খালগোড়ায় ও চরফ্যাশনের কাসেম গঞ্জ ও হাজারি গঞ্জ এলাকায় তার এ ধরনের অনেক অসামাজিক, অপকর্ম ও অনৈতিক কর্মকান্ডের রেকর্ড আছে বলে স্থানীয় বিভিন্ন সুত্র জানায়। এ ব্যাপারে কথা বলার জন্য দুলালকে পাওয়া যায়নি। আহত তরাব আলী ও তার পরিবার ন্যায় বিচার দাবি করেন।