মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | যশোর | শিরোনাম | সর্বশেষ » বিজিবি ধাওয়া : ১৮টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে চোরাকারবারিরা।। লালমোহন বিডিনিউজ
বিজিবি ধাওয়া : ১৮টি স্বর্ণের বার ফেলে পালিয়েছে চোরাকারবারিরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত এলাকা থেকে ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি।
মঙ্গলবার ২৯ জানুয়ারী ভোররাত ৪টার দিকে সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্টের আওতায় কুটিবাড়ি এলাকা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
সাতক্ষীরা ৩৩-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের সুবেদার সিদ্দিকের নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তের ভাদিয়ালী ১নং পোস্টের আওতায় কুটিবাড়ি এলাকা অবস্থান নেয়। এ সময় চোরাকারবারিরা এলে তাদের ধাওয়া দেয় বিজিবি।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন বলেন, ধাওয়া খেয়ে চোরাকারবারিরা একটি পলিথিনের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পলিথিনের ব্যাগের ভেতর ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধারকৃত এসব স্বর্ণের বারের মূল্য আনুমানিক ৮৫ লাখ টাকা।