মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » অপরাধ | চট্টগ্রাম | জেলার খবর | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » টেকনাফে ৫সহস্রাধিক ইয়াবাসহ যুবক গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
টেকনাফে ৫সহস্রাধিক ইয়াবাসহ যুবক গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, কক্সবাজার : কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় ৫ হাজার ৬৪০ পিস ইয়াবাসহ আবু বক্কর ছিদ্দিক (২৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাবের সদস্যরা।
সোমবার ২৮ জানুয়ারী রাতে টেকনাফ বাস স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবু বক্কর ছিদ্দিক টেকনাফ পৌরসভার পুরাতন পল্লনপাড়ার মো. মমতাজের ছেলে।
র্যাবের টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, টেকনাফ বাস স্টেশনে ইয়াবা লেনদেন হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা একই এলাকার নুরুল হকের ছেলে সৈয়দ আলম পালিয়ে যায়। দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে তারা।
লে. মির্জা শাহেদ মাহতাব বলেন, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ইয়াবাসহ টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।