মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তালগাছে উঠেই অজ্ঞান।। লালমোহন বিডিনিউজ
তালগাছে উঠেই অজ্ঞান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় তালগাছ পরিষ্কার করতে ৫০ ফুট উপরে ওঠে অজ্ঞান হয়ে পড়েছেন কবির মিয়া নামের এক ব্যক্তি। পরে দুঃসাহসিক অভিযানের মধ্য দিয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুনিম সারোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার ২৮ জানুয়ারী বিকেলে উপজেলার বইলর ইউনিয়ন পরিষদের বড় পুকুর পাড়ে আশেক উল্লার ছেলে কবির মিয়া তালগাছ পরিষ্কার করতে গাছে ওঠেন। এ সময় গাছের ওপরই অজ্ঞান হয়ে পড়েন তিনি।
কবিরের বাবা আশেক উল্লাহ অজ্ঞান হওয়ার বিষয়টি বুঝতে পেরে আশেপাশের লোকজনকে ডাকতে শুরু করেন। স্থানীয়ভাবে কবিরকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
খবর পেয়ে আমি ও আমার টিম লিডার শফিকুল ইসলামের নেতৃত্বে দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে অজ্ঞান কবির মিয়াকে জীবিত অবস্থায় উদ্ধার করি। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ত্রিশাল হাসপাতালে পাঠাই। নিঃসন্দেহে এটি একটি দুঃসাহসিক অভিযান। বর্তমানে কবির মিয়া সুস্থ আছেন বলেও জানান মুনিম সারোয়ার।