সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী বাছাই সম্পন্ন।।
চরফ্যাশনে উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের প্রার্থী বাছাই সম্পন্ন।।
লালমোহন বিডিনিউজ,চরফ্যাশন প্রতিনিধি : আসন্ন উপজেলা নির্বাচনে চরফ্যাশন উপজেলা পরিষদ নির্বাচনে আ’লীগের দলীয় প্রার্থী বাছাইয়ে তৃণমূল পর্যায়ের নেতাদের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
সোমবার(২৮জানুয়ারী) বিকাল ৩টার দিকে চরফ্যাশন অধ্যক্ষ নজরুল ইসলাম বিএড কলেজ মাঠে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগের ৫১১ জন সভাপতি ও সাধারণ সম্পাদক ।
দলীয় নেতাকর্মীদের ভোটে প্রার্থী বাছাইয়ে চেয়ারম্যান পদে প্রাথমিক ভাবে মনোনীত হয়েছেন উপজেলা আ’লীগের উপজেলা সিনিয়র সহসভাপতি আলহাজ¦ মো.জয়নাল আবেদিন আখন ৩০৯ ভোট পেয়ে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোনীত হন।
তার প্রতিদ্বদ্ধী উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো.জামাল উদ্দিন মহাজন ১২৬ ভোট, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম ভিপি ৪৯ ভোট, উপজেলা আ’লীগ প্রচার সম্পাদক অধ্যক্ষ আহাম্মদ উল্যাহ ৩ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক মিয়া ১৯৫ ভোট পেয়ে মনেনীত হয়েছেন, তার প্রতিদ্বদ্ধী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্যাহ সবুজ ১৬৭ ভোট, উপজেলা যুবলীগ সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান স্বপন ৬৩ ভোট, উপজেলা তাতীলীগ সভাপতি সাবেক কাউন্সিলর আবদুল্লাহ আল নোমান ৩৮ ভোট, সাবেক কাউন্সিলর মো.জয়নাল আবেদিন ১৫ ভোট, উপজেলা যুবলীগ সম্পাদক আল এমরান ৪ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যন পদে উপজেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা ফারুক মিলা একক মনেনয়ন পত্র সংগ্রহ করায় তিনি বিনা প্রতিদ্বদ্ধীতায় মনোনীত হয়েছেন।
উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আ’লীগ সভাপতি সম্পাদকগন এ ভোটারাধিকার প্রয়োগ করেন। ৫১১ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহম্মদ দুলাল। প্রয়োগ করেন। ৫১১ ভোটারের মধ্যে ৪৮৭ জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়িত্বে ছিলেন চরফ্যাশন সরকারি কলেজের অধ্যক্ষ কয়ছর আহাম্মদ দুলাল।
এ সময় নির্বাচন পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন, ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ¦ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, ভোলা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগ সভাপতি আব্দুল মমিন টুলু।