সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
ভোলায় “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে ২৮ জানুয়ারি ‘১৯ সোমবার সন্ত্রাস, জঙ্গি, মাদক, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে পুলিশের সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার লক্ষে ভোলা সদর মডেল থানা কর্তৃক আয়োজিত ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোকতার হোসেন, পুলিশ সুপার, ভোলা।
সভায় সভাপতিত্ব করেন ভোলা সদর মডেল থানা অফিসার ইনচার্জ জনাব মোঃ ছগির মিঞা।
এসময় অন্যান্যদের মধ্যে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, থানার বিভিন্ন স্তরের পুলিশ সদস্য, স্থানীয় সাংবাদিকগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, চৌকিদার, দফাদার উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার আগত ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ সম্পর্কে অবগত হন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।