বুধবার, ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » দেশের শিক্ষা খাতে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী-লালমোহনে সাংসদ শাওন।। লালমোহন বিডিডনিউজ
দেশের শিক্ষা খাতে পরিবর্তন এনেছেন প্রধানমন্ত্রী-লালমোহনে সাংসদ শাওন।। লালমোহন বিডিডনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা খাতে ব্যাপক পরিবর্তন এনেছেন। শিক্ষার্থীদের পাঠদানে বিনামূল্যে বই দিচ্ছেন। বৃত্তি প্রদান করে অসহায় শিক্ষার্থীদের সহযোগিতা করছেন।
বুধবার ২৩ জানুয়ারি সকাল ১১ টায় লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন।
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাইয়ের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার প্রমুখ।