মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযান’ কারেন্ট জাল উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে কোস্ট গার্ডের অভিযান’ কারেন্ট জাল উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিন উপজেলার সুলিজ মাছ ঘাট এলাকার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ১লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান চালায় তজুমদ্দিন কোস্ট গার্ডের পেডি অফিসার মোঃ মোনায়েম হোসেনসহ সঙ্গীয় ফোর্স। এসময় তজুমদ্দিন সহকারী মৎস্য কর্মকর্তা আমির হোসেন উপস্থিত ছিলেন। অবৈধ কারেন্ট জাল তজুমদ্দিন সুলিজ খাল এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়। জাটকা ইলিশ স্থানীয় গারীব দের মাঝে বিতরণ করা হয়। ভোলা কোস্ট গার্ডের অপারেশন অফিসার শেখ নুরুজ্জামান জানান, অবৈধ কারেন্ট জাল ও জাটকা ইলিশসহ জলদস্যুদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে।