
মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলা জেলার লালমোহন উপজেলায় আইন-শৃঙ্খলা, উন্নয়ন কার্যক্রম মানসম্মত শিক্ষা, মাদক ও দূর্নীতি বিরোধী কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।
মঙ্গলাবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় পরপর তিনবার সংসদ নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত শাওন কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার হাবিুবুল হাসান রুমি, ও উপজেলা ভাইস চেয়ারম্যান ফখরুল আলম হাওলাদার, রমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মিয়া প্রমূখ।
এর আগে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী হাট মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পর মঙ্গলবার লালমোহন আসেন শাওন। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে লালমোহনের বৃহন্নলা সম্প্রদায়ও সাংসদ শাওনকে ফুলের শুভেচ্ছা জানান।